Saturday, October 12, 2019

কোনও মরুঝড়  যদি আসে

হঠাৎই কোনও মরুঝড়  যদি আসে
'মেলানকলি' উপহার দেব তাকে
মরীচিকা ধার চেয়ে নেব যদিও
দু একটা কথা লোপা লুপির ফাঁকে
বলব,বহুকাল আমি বিরহের খোঁজে
অর্থহীন ভাবে এদিক সেদিক ছুটেছি
জানলা দিয়ে মেঘ গুলকে পাওয়ার নেশায়
এক দু ফোঁটা বৃষ্টি আমি দু হাত পেতে লুটেছি
যদিও এখন শুন্য আমার ভাড়ার
তাই ধার বাকি তেই  কাজ চালাতে হয়
লোকে আমায় পাগল বলেই জানে
কিন্তু সব পাগল সত্যি পাগল নয়ে।

No comments: