Tuesday, September 17, 2019

ধর্ম থাক ধর্ম নিয়ে

ধর্ম থাক ধর্ম  নিয়ে,
আমরা বাঁচি মানুষ হয়ে।
মন্দির বা গির্জা নয়,
সমাজ গড়ি শিক্ষা দিয়ে।

মনের ভাব ভাষায় প্রকাশ,
সে বাংলা কিম্বা ঊর্দু হোক।
জাতের সেবা বন্ধ করে,
দুস্থ সেবায় বাড়ুক ঝোঁক।

বন্ধ হোক জাতির নামে,
ধর্মের নামে মানুষ জবাই।
রাজনীতি-টা স্থগিত রেখে
ঐক্যের ভাষা বলুক সবাই।।
                     
                 -সুদীপা আদক।

No comments: